শরণখোলায় শুরু হয়েছে ৫দিনব্যাপী মহানামসংকীর্তন

মহিদুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৯:১৪ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | ৮৩৯

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজার কেন্দ্রীয় কালিমন্দিরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রীকৃষ্ণের মহানামসংকীর্তন। এ উপলক্ষ্যে বিকেলে রায়েন্দা বাজারে বণ্যাঢ্য শোভাযাত্রা বের করে নামযজ্ঞ উদযাপন কমিটি। এতে সনাতন ধর্মের বিভিন্ন মতাদর্শী শত শত নারী-পুরুষ অংশগ্রহন করেন।

নামযজ্ঞের মঞ্চে বিরামহীনভাবে দিবানিশি শুরের মুর্ছনায় শ্রীকৃষ্ণের নামযপ করে ভক্তবৃন্দকে আবেগাপ্লুত করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছে নামীদামী ছয়টি কীর্তন দল। মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জা করা হয়েছে উপজেলা সদর রায়েন্দা বাজারের অর্ধেকটাজুড়ে।

রায়েন্দা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ও নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি বাবুল দাস বাগেরহাট২৪কেবলেন, সন্ধ্যা ছয়টায় অধিবাসের মধ্যদিয়ে নামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি মহোৎসবের মধ্য দিয়ে শেষ হবে এই মহানামসংকীর্তন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত