দোয়া চেয়েছেন দুবাইয়ে করোনায় আক্রান্ত কচুয়ার এক প্রবাসি

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:৩৪ পিএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ১১৭১

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে করোনা, বিভিন্ন দেশে থাকা প্রবাসি বাংলাদেশীরা ও আক্রান্ত হচ্ছেন, ইতোমধ্যে শতাধিক প্রবাসি মৃত্যুবরণ করেছেন। তবে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন অনেকে।এনিয়ে আতংকের মধ্যে প্রবাসে দিন কাটাচ্ছেন তারা। অপরদিকে তাদের নিয়ে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের পরিবার ও স্বজনরা।

কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের ভান্ডারকোলা গ্রামের এক প্রবাসি করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ায় গত ৭দিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতের সারজার এমআরডি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি ম্যাসেঞ্জারের মাধ্যমে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শরীরের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো মনে করছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। ওই প্রবাসি দীর্ঘদিন যাবৎ ড্রাই ডক ওয়ার্ল্ড দুবাইয়ে কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত