পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে

মোংলায় এডভোকেসী সভা

মোংলা সংবাদদাতা

আপডেট : ১০:১৩ পিএম, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭ | ৮৭২

”পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃ মৃত্যু রোধ করি” শ্লোগানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে মোংলায় ২৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।


বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি বেগম হাবিবুন নাহার। এডভোকেসী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাাহার হাই ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ হাসানুজ্জামান খান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ রাফিউল হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হোসেন হ্ওালাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোজাফ্ফর হোসেন, শেখ আফজাল হোসেন, মোঃ শাহীন শেখ, মনোজিৎ মন্ডল প্রমূখ।

সভায় বক্তারা ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে ৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত