অন্যরা ভাল আছেন

চিতলমারীতে করোনা আক্রান্ত ২৫ জনের মধ্যে ৮ জনই সুস্থ্য

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৩১ পিএম, শুক্রবার, ৩ জুলাই ২০২০ | ৬০৬

প্রতিকী ছবি

চিতলমারী উপজেলায় এ পর্যন্ত মোট ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এদেও মধ্যে বর্তমানে ৮ জন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। বাকি ১৭ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সকলেই শারিরীকভাবে ভালো আছেন। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বিভিন্ন সময় করোনা উপসর্গ দেখা দেয়ায় এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ২৫ জনের রিপোর্টে করোনা পজেটিভ আসে। এদের সকলকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা চিকিৎসা দেয়া হয়। এদেও মধ্যে বর্তমানে ৮ জন পরিপূর্ণভাবে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। বাকি ১৭ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত