চিতলমারীতে ৩০ দিনে দেড় লাখ টাকা জরিমানা আদায়

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৩৪ পিএম, শুক্রবার, ৩ জুলাই ২০২০ | ৫৮১

প্রতিকী ছবি

চিতলমারীতে সংক্রমণ আইন না মানায় ও সরকারি নির্দেশ অমান্য করায় গত জুন মাসে (৩০ দিনে) ভ্রাম্যমান আদালত দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে দন্ডাদেশ প্রাপ্তদের করোনা সংক্রান্ত সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। সে লক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে ২টি ভ্রাম্যমান আদালত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। গত ত্রিশ দিনে (জুন মাসে) এখানে সংক্রামক প্রতিরোধ আইন ২০১৮ এর ২৫ ধারায় ১৪৫ জনের কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিধি কার্যকর করতে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত