গরু চোর সিন্ডিকেট বেপরোয়া, পুলিশের অভিযান জোরদার

রামপালে পিকআপ গরুসহ তিন চোর গ্রেফতার

এম, এ সবুর রানা,রামপাল

আপডেট : ০৫:৩১ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | ৮৩১

আসন্ন ঈদ-উল আজহা কে সামনে রেখে আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেট বেপরোয়া হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ অভিযান জোরদার করে পিকআপ ভ্যান ও গরুসহ তিন চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চাঁদপুর গ্রামের কালাম শেখের পুত্র নাজমুল শেখ (৩০), ও গোলাম শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ (২২) এবং ইসলামাবাদ গ্রামের মৃত উকিল হাওলাদারের পুত্র আ. কাদের হাওলাদার।

এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা হয়েছে। জানাগেছে, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার কতিপয় ব্যাক্তি দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে রামপাল এনে রেখে বিক্রি করে আসছে। ওই সিন্ডিকেট মাত্র সাত আট মাসেই চোরাই গরু পাচার ও বিক্রি করে রাতারাতি লাখপতি বনে গেছে। অভিযোগ রয়েছে কয়েক মাসের মধ্যে কেউ কেউ বাড়িতে পাকা ভবনসহ জমিজমার মালিক হয়েছে।

আরো অভিযোগ রয়েছে, এদের নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী মহল। এর পূর্বে খুলনা র্যাব-৬ এর একটি টিম গত গত ২৭ জুন অভিযান চালিয়ে রামপালের কুমলাই পবন তলা এলাকা এলাকা থেকে ট্রাকসহ তিনটি গরু ও তিন জন চোরকে আটক করে। ওই সময় আটক হয় উপজেলার তেলিখালী গ্রামের আ. জব্বারের পুত্র শেখ মিজানুর রহমান (২৯) ও তার ভাই শেখ মাহমুদ (২৪) এবং রূপসা উপজেলার আইচগাতি গ্রামের হাসিবুল হাসান (৩৫)। এ ঘটনায় র্যাবের ডিএডি রমজান আলী বাদী হয়ে একটি মামলা করেন।

রামপাল থানার ওসি তদন্ত মো. নজরুল ইসলাম জানান, গত ২২ জুলাই চাঁদপুর গ্রামের জনৈক ইদ্রিস আলীর গরু চুরি হলে তিনি রামপাল থানায় অজ্ঞাতদের নামে একটি মামলা করেন। এরপর ফয়লাহাট ফাড়ির এসআই লুৎফার রহমান দ্রুত তদন্ত শুরু করে পিকআপ গাড়ীসহ তিনজন চোর ও চুরি যাওয়া গরু খুলনা-মোংলা মহাসড়কের রূপসা উপজেলার খাজুরা এলাকা থেকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. দেলোয়ার হোসেন আমারা অভিযান জোরদার করে কাজ শুরু করেছি। গরু চোরদের নেপথ্যে কেউ থাকলে বা তদন্ত করে কারো জড়িত থাকার প্রমান পাওয়া গেলে আমরা কাউকে ছাড়বো না। এলাকাবাসী পুলিশের এ অভিযান যেন অব্যাহত থাকে তার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত