রামপালে সাংবাদিক সুজনকে হয়রানির চেষ্টার অভিযোগ

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৫:৪৬ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | ৬৩৭

প্রেসক্লাব রামপালের সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সুজন মজুমদার কে বিভিন্নভাবে হয়রানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে সাংবাদিক সুজন জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। সাংবাদিক সুজন কে একটি কুচক্রীমহল বিভিন্ন সময়ে করা নিউজের প্রতি ক্ষুব্ধ হয়ে রামপাল থেকে তাড়িয়ে দেওয়াসহ বিভিন্নভাবে হয়রানির অপচেষ্টা করে আসছে একটি প্রভাবশালী মহল। ওই কুচক্রীমহল তার বিরুদ্ধে মনগড়া অভিযোগ দিয়ে ফায়দা লোটার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এর সাথে অত্যান্ত একটি শক্তিশালী মহল তাকে জামায়াত-বিএনপির তকমা লাগিয়ে দেওয়ার ও অপচেষ্টা চালাচ্ছে।
এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুজনের নিরাপত্তা দাবী করে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ। তারা হলেন, সভাপতি এম, এ সবুর রানা, সহ-সভাপতি এমডি ইসলাম হোসেন, সাধারণ সম্পাদক এইচ আমিনুল ইসলাম, সহ সম্পাদক মোতাহার মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন মজুমদার, ক্রীড়া সম্পাদক কবির আকবর পিন্টু, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, আবু নাইম গাজী, মহিদুল ইসলাম, সবুজ রায় প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত