বাগেরহাটে বই উৎসব

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৫০ পিএম, সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | ৮১৩

বাগেরহাটে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচছ¡সিত শিক্ষার্থীরা। সোমবার জেলার সকল উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। সোমবার সকালে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাগেরহাট সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।বাগেরহাটের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়গুলোতে উপচে পড়া ভিড়। নতুন বছরে নতুন বই হাতে তারা উচ্ছ্বসিত। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, বাগেরহাট জেলায় এবছর সরকারি প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩২ লাখ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. শাহীন হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মো. মোজাফফর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন হাওলাদার ও দীপক কুমার বিশ্বাস প্রমূখ।

এদিকে বাগেরহাট পিটি আইটি সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত