রামপালে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি মোস্তাককে দণ্ড প্রদান

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ০৫:২৮ পিএম, সোমবার, ৫ অক্টোবর ২০২০ | ৬০৮

প্রতিকী ছবি
রামপালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তাক আহমেদ (৪৫) নামের এক মাদক কারবারি কে ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার এ দণ্ড প্রদান করেন।
জানাগেছে, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাটের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে ও যৌথ পরিচালনায় সোমবার সকাল পৌনে ৮ টায় মাদক উদ্ধারে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার শ্রীকলস গ্রামে রজব আলীর পুত্র মাদক ব্যাবসায়ী মোস্তাক আহমেদ (৪৫) কে আটক করা হয়। তার ঘর তল্লাশি চালিয়ে কোভিন নামের এক বোতল মাদক ও কিছু গাজা পাওয়া যায়।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যাক্তি কে রামপাল থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার নিশ্চিত করেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত