মৎস্য চাষীদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষন

বাগেরহাটে কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৩৪ পিএম, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮ | ৮২৮

বাগেরহাটে মাছ চাষীদের “উন্নত ব্রুডার মাছ উৎপাদন ও প্রজণণ পদ্ধতি” বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট মৎস্য বীজ উৎপাদন খামারের হলরুমে আয়োজিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা।


বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক রণজিৎ কুমার পাল, প্রকল্প পরিচালক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক বাবুল সরদার প্রমুখ।


প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার মৎস্য সেক্টরে ব্যপক উন্নয়ন করেছে। মাছ উৎপাদনে দেশ এখন সারা বিশ্বের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে।

মৎস্য অধিদপ্তরের ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্পের ( ৩য় পর্যায়) আওতায় বাগেরহাট সদর উপজেলার ২৫ জন মাছ চাষীকে ৫দিন ব্যাপী এই প্রশিক্ষন দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত