সংখ্যালঘু পরিবারের বাস্তবাড়ি দখল চেষ্টার ঘটনায়

রামপালে বাস্তবাড়ি দখলে ১৪৪ ধারা জারি

এম,এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৫:৪৮ পিএম, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮ | ৬৮৯

রামপালে সংখ্যালঘু পরিবারের বাস্তবাড়ির একাংশ দখল চেষ্টার অভিযোগে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারার আদেশ জারি করা হয়েছে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদেশ নং-০৩/২০১৮ (রামপাল), তাং-০৮/০১/২০১৮ইং।

রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান আদেশের কপি পেয়ে বুধবার বেলা ১১ টায় এসআই প্রবীর কুমারের মাধ্যমে ওই বসতবাড়ির একাংশের উপর ১৪৪ ধারা জারি করেছেন। সংখ্যালঘুর বসতভিটা দখলের অভিযোগের সংবাদ প্রকাশিত হওয়ায় ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সংবাদ জানতে পেরে স্থাণীয় সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক বৃহস্পতিবার সকাল ১০ টায় ভুক্তভোগী প্রভাকর সানার সাথে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত