আদর্শ মানুষ হবার জন্য নৈতিক শিক্ষা অপরিহার্য

বাগেরহাটে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৪৫ পিএম, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ | ৪৬০

“আদর্শ মানুষ হবার জন্য নৈতিক শিক্ষা অপরিহার্য। শিশুদের ঊন্নত জীবনের স্বপ্ন দেখাতে হবে। দেশপ্রেমিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’ শনিবার দুপুরে বাগেরহাটে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এ কথা বলেন।


বাগেরহাট জেলা হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উপ-পরিচালক নকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত সকল বাগেরহাট জেলার সকল কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সুশীল প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহ আলম, সমাজ সেবা কর্মকর্তা মো: কবির হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার। প্রশিক্ষণ অফিসার নিপুন মন্ডলের সঞ্চলনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক সুমনা রানী, মিতালী ভক্ত, সবিতা রানী, পুষ্প মন্ডল, মিতা বিশ্বাস, শুক্লা হালদার প্রমুখ। সভায় শিক্ষকগণ শিশুশিক্ষার্থীদের জন্য টয়লেটের ব্যবস্থা, অবকাঠামোগত অসুবিধা নিরসন এবং মিড-ডে-মিল চালুর আবেদন জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত