চিতলমারীতে ভ্রাম্যমান আদালতে ৮ জনকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৪০ পিএম, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ৬৪৭

চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ৮ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করে বাজারে আসায় শান্ত, মেরাজ, অবৈধভাবে পেট্রল বিক্রি করায় আল মামুনকে, পলিথন বিক্রি করায় বিপ্লব হাজরাকে ও ফুটপাত দখল করায় গোবিন্দ সাহা এবং কালামসহ ৮ ব্যাক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সাথে তাদেরকে সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত