সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন

বাগেরহাট জেলা আওয়ামীলীগের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩১ পিএম, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ | ৯৬২

বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের এক বছরেরও অধিক সময় পর ৭৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারল সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বিগত কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ হয়েছেন জেলা তাঁতীলীগের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন কমিটির ১১ জন সহ-সভাপতির মধ্যে এক নম্বার সহ-সভাপতি হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু। কমিটিতে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক সম্পাদকসহ সম্পাদকীয় পদে ৩৯জন নেতা স্থান পেয়েছেন। ৩৬ জন সদস্যের মধ্যে শীর্ষে রয়েছেন বাগেরহাট- ১ আসনের এমপি বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন, এরপরে রয়েছেন বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের এমপি মিসেস হাবিবুন নাহার তালুকদার।

বাগেরহাট খানজাহার আলী কলেজ মাঠে ২০১৯ সালের ৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের এক বছরেরও অধিক সময় পর বৃহস্পতিবার এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত