বাগেরহাট কারাগারে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৪৫ পিএম, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | ১১৬৭

বাংলার চিরায়াত লোকজ খাদ্য সংস্কৃতিতে শীতে পিঠা-পায়েস একটি বিশেষ স্থান দখল করে আছে। ছোটবেলার সেই টোনাটুনির পিঠা বানানোর গল্প কমবেশী সকলের মনে রয়েছে। কিন্তু বন্দি জীবনের যাতাকলে পিষে সেই আনন্দ উপভোগ করার সুযোগ সহসা মেলেনা। তবুও বাঙ্গালীর আদি সংস্কৃতির বাহন ধরে রাখতে বাগেরহাট কারাগারে সোমবার সকালে আয়োজন করা হয় “পিঠা উৎসব”-এর।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম.কামরুল হুদা এই পিঠা উৎসবের উদ্বোধন করে বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশে এবং বন্দি জীবনে কাঙ্খিত আনন্দ উপভোগ করতে এই আয়োজন। শীতে পিঠা উৎসব আমাদের জাতিয় সংস্কৃতির বর্ণাঢ্য অংশ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ কারাগারের সকল বন্দিদের অংশ গ্রহনে পিঠা উৎসব অনুষ্টিত হয়। সকল কারাবন্দি এবং স্টাফরা এ উৎসব উপভোগ করেন।’ এসময় জেলার এ কে এ এম মাসুম ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শীতে পিঠা উৎসবে অংশ গ্রহন করতে পারায় সকল বন্দিরা উচ্ছাস প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত