ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৩৮ পিএম, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ | ৪৮৬

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনের অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি কড়াইল বেলতলা আদর্শ নগর বস্তিতে আয়োজন করা হয় “ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া”। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এই মহড়া বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিথদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান পিএসসির নির্দেশণায় মহড়া বাস্তবায়নে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক ছালেহ্‌ আহমেদ। মহড়ায় তেজগাঁও, কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপণ ওউদ্ধারকারী দল, গড স্কোয়াড, ক্রাউড কনট্রোল টিম, স্পেশাল রেসকিউ ইউনিট এবং বস্তির ভলান্টিয়ারগণ অংশগ্রহণ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এমপি, একই মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, স্থানীয় কাউন্সিলরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত