নিলিমা হালদার সদস্য নির্বাচিত

মোল্লাহাটে উপজেলা মহিলা সদস্য নির্বাচন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৯:১৪ পিএম, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮ | ২৩৫৯

মোল্লাহাটে উপজেলা মহিলা সদস্য নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে নিলিমা হালদার (টেবিল প্রতীক) নির্বাচিত হয়েছেন।


অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ও শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে মোল্লাহাট উপজেলা সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা-২টা পর্যন্ত চলে উপজেলার ৭টি ইউনিয়নের ২১জন মহিলা সদস্য’র ভোট গ্রহণ।

নির্বাচনে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপজেলার সংরক্ষিত দুই’টি আসনের একটি’র (৪ ইউনিয়ন) সদস্য নির্বাচিত হন নিলিমা হালদার। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশিদা বেগম (মোরগ প্রতীক) পান ৭ ভোট। এছাড়া উপজেলার অপর আসনটিতে (৩ ইউনিয়ন) বীনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন রাফেজা খানম।


নির্বাচনে উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসান প্রিজাইডিং অফিসার, প্রধান শিক্ষক মোল্লা আনিসুজ্জামান সহকারী প্রিজাইডিং অফিসার এবং শিক্ষক মোঃ আজিজুর রহমান পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।


দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়ায় নিলিমা হালদারকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য মোঃ মুন্জুর মোল্লা, গওলা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মনোজ কুমার পাল ও যুবলীগ নেতা অজিত প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত