এম ই ফাউন্ডেশনের আয়োজনে নিউ বিজনেস ক্রিয়েশন প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৬:০৫ পিএম, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৪৯৪

পিরোজপুরে বিসিক এর উদ্যোগে ২৩ নভেম্বর থেকে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে আজ শনিবারে শেষ হয়েছে। শহরের টাউন ক্লাব মিলনায়তনে এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে ৫ দিন ব্যাপী নিউ বিজনেস ক্রিয়েশন প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩০ জন নারী ও পুরুষ উদ্যোক্তাদের মাঝে সনদ পত্র বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।



নিউ বিজনেস ক্রিয়েশন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এস এম ই ফাউন্ডেশনের প্রশিক্ষক শারমিন আক্তার, জেলা বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক মিল্টন চন্দ্র বৈরাগী।


জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন বর্তমান সরকার উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে। সফল উদ্যোক্তা তৈরীর জন্য বিসিক, যুবউন্নয়ন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বে অধিকাংশ তরুনরা উদ্যোগী হতে চায় সেখানে আমাদের দেশে সবাই সরকারী চাকুরীর পিছনে ছুটে চলে। বেকারত্বের ভার কমিয়ে আমাদের উদ্যোক্তা হতে হবে। ছোট থেকে শুরু করে এগিয়ে যেতে হবে। এজন্য বর্তমান সরকার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ দিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত