বাগেরহাট জেলা সিপিবির সভাপতি কম: রেজাউলের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:১৪ পিএম, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৬৮৫

বাগেরহাট জেলা সিপিবির প্রাক্তন সভাপতি কমরেড রেজাউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে। বাগেরহাট এসি লাহা মিলনায়তনে সিপিবি আয়োজিত শনিবারের স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড: তুষার কান্তি বসু।

সাধারণ সম্পাদক ফররুফ হাসান জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কমরেড কাজী সোহরাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল মজুমদার, শরীফুজ্জামান শরিফ, মৃন্ময় মন্ডল, ডা: মনোজ দাস, পেয়ারা বেগম, শাহাদৎ হোসেন বাচ্চু, তুষার কান্তি দাস, সরদার আনসার উদ্দিন, আকরাম হোসেন, বি.এম সামছুদ্দোহা, খান সেকেন্দার আলী, নন্দিনী লোপা, বেল্লাল হোসেন বিদ্যা, বাগেরহাট প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার প্রমুখ।


বক্তারা কমরেড রেজাউল করিমের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ্যাড: রেজাউল ছিলেন ফিনিক্স পাখির মত। বার বার জেগে উঠেছেন, আমরণ প্রতিকুলতার বিরুদ্ধে শোষন মুক্তির জন্য লড়েছেন। তিনি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন সর্বদা সোচ্চার। সবচেয়ে সরব মানুষ। ব্যক্তি হিসেবে তার সকল সীমাবদ্ধতা ছাপিয়ে গিয়েছিল এই প্রতিবাদী চরিত্রের কারনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত