আইএলও‘র প্রতিনিধিদের সাথে

বাগেরহাটে  শিল্প প্রতিষ্ঠান মালিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:০১ পিএম, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ | ৫৬১

বাগেরহাটে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর প্রধান কারিগরি উপদেষ্টার সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা মতবিনিময় করছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাট মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, আইএলও‘র প্রধান কারিগরি উপদেষ্টা লট্টি কেজসার।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী শামীম হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইএলও, বাংলাদেশের প্রোগ্রামের অফিসার এমডি আনিসুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট জেলা প্রতিবন্দী কর্মকর্তা শামীম আহসান, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সচিব নুরুল ইসলাম পিন্টুসহ শিল্প প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশে আইএলও‘র প্রশিক্ষন কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। শ্রমিকদের স্বার্থরক্ষা ও দক্ষ শ্রমিক তৈরির জন্য করনীয় বিভিন্ন প্রস্তাবনা দেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত