চন্দ্রমহল ইকোপার্কের গেটের অদুরে ভ্যানচালকের লাশের বিষয়ে হত্যা মামলা দায়ের

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৪৭ পিএম, রোববার, ২০ ফেব্রুয়ারী ২০২২ | ৬০৩

বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রনজিৎপুর চন্দ্রমহল ইকোপার্কের সামনে হতে ভ্যানচালক দেলোয়ার হোসেন নিকারী (২৫) হত্যার ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের হয়েছে। বাগেরহাট মডেল থানায় নিহতের মা তহমিনা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পার্কের ২য় গেট সংলগ্ন প্রায় একশ ফুট দুর হতে নিহত দেলোয়ার নিকারীর মারদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে। নিহত দেলোয়ার হোসেন নিকারী ভট্টে-কনকপুর গ্রামের মরহুম ইলাল নিকারীর পুত্র। তিনি এক সন্তানের জনক ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসাপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিকে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে দেলোয়ার হোসেনের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে। তা শুনে গ্রামবাসি ছুটে এসে পুলিশে খবর দেয়। চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করেন।

বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) কে এম আজিজুল হক জানান, আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত