শরণখোলায় দুর্যোগ বিষয়ে স্টেপ প্রকল্পের অবহিতকরণ সভা 

শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৯:৩৫ পিএম, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ | ৪৬০

শরণখোলায় ‘ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় এলাকায় পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ শক্তিশালীকরণ’ প্রকল্পের (স্টেপ) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রায়েন্দা ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয় ইউনিয়ন হিউমেনিটেরিয়ান এইড’র অর্থায়নে এবং ইউনাইটেড পারপাস’র কারিগরি সহযোগিতায় ‘সেবা মানবকল্যাণ কেন্দ্র (এসএমকেকে) নামে একটি উন্নয়ন সংস্থা শরণখোলার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মতিয়ার রহমান এবং এসএমকেকের পরিচালক প্রোগ্রাম এন্ড অপারেশন) মো. ওয়ালিউল্লাহ।


প্রকল্পের শরণখোলা উপজেলা সমন্বয়কারী মো. সোহেল রানার সঞ্চালনায় এই সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ২০ মাস মেয়াদি প্রকল্পটির লক্ষ্য, উদ্দেশ্যসহ সার্বিক বিষয় উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত