ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

চুলকাটি প্রতিনিধি

আপডেট : ০৮:৩২ পিএম, সোমবার, ৭ মার্চ ২০২২ | ৪৩৪

ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। সোমবার জাতীয় সংঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ ও জয় বাংলা ধ্বনী দেওয়া হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশাল র‌্যালী কলেজ ক্যাম্পাস ও পার্শ্ববর্তী গৌরম্ভা বাজার প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে সবাই ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মর্চের ঐতিহাসিক ভাষনের ভিডিও উপস্থাপন ও আলোচনা সভার করা হয়। প্রভাষক সুব্রত কুমার দাসের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হুসাইন ছায়েদিন, দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শেখ শামীম ইসলাম, অপূর্ব লাল সাহা, সালমা খাতুন আশেক আহমেদ, শিক্ষার্থী আয়েশা সিদ্দীকা, অনিতা শীল প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত