মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতে তেল মজুদ কারীর অর্থদণ্ড

মোল্লাহাট  প্রতিনিধি

আপডেট : ০৭:৫৮ পিএম, বুধবার, ২০ এপ্রিল ২০২২ | ৪১৮

মোল্লাহাটে দুই হাজার লিটার সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে তাজ উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মোল্লাহাট বাজারের ব্যবসায়ী তাজউদ্দিনকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৬ ও ১৫ ধারায় এ অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। তাজউদ্দিন উপজেলার আস্তাইল গ্রামের দাউদ আলী মোল্লার ছেলে।



উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট বাজারে অভিযান চালিয়ে তাজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ ও বেশী দামে বিক্রির অপরাধে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা এই তেল মজুদ ও বেশী দামে পন্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত