মোরেলগঞ্জে নকল কারখানা আবিষ্কার, মালিকের জেল

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৬:৩৮ পিএম, বুধবার, ১ জুন ২০২২ | ৫৪৮

মোরেলগঞ্জের একটি নকল কোমল পানীয় তেরীর কারখানার সন্ধান মিলেছে। বুধবার বেলা ১ টার দিকে পৌরসভার বারইখালী এলাকার লিটন সুপার আইসক্রীম কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানীর নকল মোড়ক উদ্ধার করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।



কারখানা থেকে আকিজ গ্রুপের কোমল পানীয় স্পীড ও ট্রান্সকম বেভারেজ এর কোমল পানীয়জাত খাদ্যের নকল প্যাকেট, লোগো, রাসায়নিক কেমিক্যাল, কাপড়ের রং, ময়দা, ফরমালিনসহ বিপুল পরিমান ভেজাল খাদ্য সামগ্রী তৈরীর উপকরণ জব্দ করেন।



আইসক্রীম ফ্যাক্টরির মালিক বারইখালী গ্রামের জালাল শিকারীর ছেলে লিটন শিকারী এ সময় পালানোর চেষ্টা করে ব্যার্থ হয়। মোবাইল কোর্ট তাকে ৬ মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন। নকল পন্য তৈরী করে বাজারজাত করার অপরাধে পূর্ব সরালিয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে হাবিব ওরফে হাসান হাওলাদারকে (৩৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাসেম এ অভিযান পরিচালনা করেন। মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ সরদারসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট নকল কারখানা থেকে জব্দ করা বিভিন্ন পন্যের নকল মোড়ক, রাসায়নিক দ্রব্যাদি জনসমক্ষে ধ্বংস করে দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত