বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সভা   

মামুন আহমেদ 

আপডেট : ১১:৪২ পিএম, শনিবার, ১১ জুন ২০২২ | ৫৫০

বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে শনিবার (১১জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক বিকাশ কুমার দাস, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসি, ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক পরিচালক কামরুল হাসান, ডিপিএফের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডিপিএফের সমন্বয়ক গোপিনাথ বিশ্বাস, ডিপিএফ সদস্য তিথি দেবনাথ, আমাতুল হাফিজ, সিজিএস সদস্য মাহমুদা আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত