আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না

দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মাসেতু করা হয়েছে- শেখ হেলাল উদ্দীন এমপি

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট

আপডেট : ০৮:৫৭ পিএম, বুধবার, ১৫ জুন ২০২২ | ৩৭৩

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভা সফল করার লক্ষ্যে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেন, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন উপলক্ষে জনসভা করবেন, উক্ত জনসভায় আপনারা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃংখলভাবে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করবেন, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে, ফলে জনগণের থেকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, স্বাধীনতাবিরোধী চেতনার ষড়যন্ত্রকারীরা। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালিত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।



মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না আলম সুপার মার্কেট) বুধবার সকাল-১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন ও সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ফরিদ উদ্দিন।


এছাড়া উপস্থিত ছিলেন, শেখ হেলাল উদ্দিন এমপির এপিএস জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, শিকদার ওয়ালিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শহিদ মেহফুজ রচা, অধ্যক্ষ এল জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল বাশার মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক হাসান মোল্লা হায়দার, নজরুল ইসলাম মিল্টন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এম এম মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আশিকুল আলম তনময়, যুবলীগ নেতা ফজলে এলাহী লেবিন, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোঃ মিজানুর রহমান ও মনোরঞ্জন পাল প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত