ফকিরহাটে মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:২৩ পিএম, বুধবার, ২৯ জুন ২০২২ | ৩১২

ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা গ্রামের ইকরাম হাওলাদারের মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ করে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন। সোমবার গভীর রাতে এঘটনাটি ঘটেছে।


মৎস্য ঘের মালিক ইকরাম হাওলাদার জানান, সোমবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তার মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ করলে বিপুল পরিমানে চিংড়ী মাছ মারা যায়। তাবে শত্রæতামূলক ভাবে তার ঘেরে কীটনাশক প্রয়োগ করা হয়েছে বলেও তার অভিযোগ। এবিষয়ে তিনি নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তিকে মৌখিক ভাবে অবগত করেছেন।

এছাড়াও গত সপ্তাহে একই এলাকার নারায়ন মন্ডলের মৎস্য ঘেরে একই ভাবে কীটনাশক প্রয়োগ করে ব্যপক ক্ষতি সাধন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত