সুন্দরবনের আত্মসমর্পণ করা দস্যুদের হাতে

মোংলায় ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দিলেন র‌্যাব-৮

মাসুদ রানা,মোংলা  

আপডেট : ১১:৫০ পিএম, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ | ৪১১

সুন্দরবন থেকে আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করলেন র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকাল ১১ টায় বন্দর ফরেষ্টগাটের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় তাদের হাতে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গির আলম।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবন, বাদাম, কিসমিস, জিরা, মসল্লা ও পেয়াজ সহ নগদ অর্থ এবং অন্যান্য রসদ।
র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮৪জন জল ও বন দস্যুদের মাঝে ঈদের এই উপহার বিতরণ করেন। আত্মসমর্পণকারী বন ও জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল দস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতির সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানায় র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর বনের ২৭ টি দস্যু বাহিনীর আতœসর্মপনের মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত