মোরেলগঞ্জে বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১০:২৩ পিএম, বুধবার, ২১ জুন ২০২৩ | ৪৩০

প্রতিকী ছবি
মোরেলগঞ্জে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েছেন কয়েকজন অভিভাবক সদস্য প্রার্থী। বুধবার(২১ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। ছিনতাইকারিরা ৫ জন অভিভাবকের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে তা ছিড়ে ফেলে। এ ঘটনার শিকার ছাপড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য প্রার্থী মো. নূর ইসলাম খান ও আজম খান লিখিতভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।


নূর ইসলাম খান বলেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচন আগামি ১২ জুলাই। আজ(২১ জুন) মনোনয়ন পত্র জমার শেষ দিন। মাধ্যমিক শিক্ষা অফিসে প্রিজাইডিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় কয়েকজন যুবক তাদের সাথে অসদাচরণ করে, পেশি শক্তি খাটিয়ে ৫ জনের মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে তা ছিড়ে ফেলে।


প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ বলেন, কয়েকজন অভিভাবক সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিতে পারেননি এমন অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জিয়াদ হাসান বলেন, মনোনয়ন পত্র কেড়ে নেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। ওই বিদ্যালয়ের নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত