জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:১০ পিএম, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | ২৭৩

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্তরে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী প্রমুখ।

র‌্যালী ও আলোচনা সভায় স্থানীয় মৎস্য চাষী, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহন করেন। এর আগে বাগেরেহাট জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত