মোরেলগঞ্জে চালু হচ্ছে ইংলিশ ল্যাংগুয়েজ লার্নিং সেন্টার

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ১১:৫৩ পিএম, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩ | ৪৫৪

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি শেখা ও ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা বৃদ্ধির জন্য 'ইংলিশ ল্যাংগুয়েজ লার্নিং সেন্টার' চালুর উদ্যোগ গ্রহন করা হয়েছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ উদ্দেশে রবিবার বেলা ১২ টার দিকে ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট বেজলাইন সার্ভে ফর্ম সরবরাহ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান ও সহকারি শিক্ষা কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকল শ্রেনিতে বিশেষ পাঠদান ও ইংরেজিতে কথা বলার চর্চা করা হবে। শীঘ্রই এ বিষয়ে প্রতিযোগীতামূলক কর্মসূচিও গ্রহন করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত