চিতলমারীর কৃষক এমপি প্রার্থী

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১০:৫২ পিএম, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ | ২৬৮

ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। পরাজিত হয়েও দমে যাননি মঞ্জুর। এবার তিনি এমপি প্রার্থী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) দল থেকে তিনি নির্বাচন করছেন। যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হয়েছে। পুরো নাম মোঃ মঞ্জুর হোসেন শিকদার (৬১)।

পিতা মৃত মোসলেম আলী শিকদার। মা হাবিবা বেগম। ছয় ভাই তিন বোনের মধ্যে তৃতীয়। স্ত্রী মোসাম্মাৎ মাকসুদা বেগম। দুই ছেলে তিন মেয়ের জনক। পেশায় কৃষক। বাস করেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে।


তিনি ২০০৩ সালে সন্তোষপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। নির্বাচন সম্পর্কে মোঃ মঞ্জুর হোসেন শিকদার বলেন, ‘সন্তোষপুর ইউনিয়নের এক প্রভাবশালী ব্যাক্তি আমার অনেক ক্ষতি করেছে। ওই ব্যাক্তির উপর রাগ করে বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট দলে যোগ দিয়েছি। দল আমাকে নমিনেশন দিয়েছে। তাই নির্বাচন করছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত