বীর মুক্তিযোদ্ধা আ. জলিলের প্রয়াণ দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প 

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৯:৪৯ পিএম, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ | ২৩৩

রামপালে সাবেক উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল এর ২য় প্রয়াণ দিবস উপলক্ষে এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিচলনায় শ্রীফলতলা আবাসন প্রকল্পের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের যুগ্ম পরিচালক কাকলী রানী হালদারের সভাপতিত্বে এবং আমাদের গ্রাম প্রকল্পের কর্মসূচী সংগঠক শেখ সাদী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাম্প উদ্বোধন করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা জাজ জালাল আহমেদ, আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম, আমাদের গ্রাম'র পরিচালনা পর্ষদের সদস্য শেখ বজলুর রহমান, আমাদের গ্রাম প্রকল্পের তৌফিকুল ইসলাম সম্রাট, ডাঃ দীবা হালদার, আফসানা রহমান, আকলাকুর রহমান, মহুয়া সুলতানা, সুমিত মন্ডল, আলামিন শেখ, খাদিজা খাতুন, নাইমুল হক প্রমুখ, মুন্নী, নিলুফা, আকলিমা, শাকিল প্রমুখ। মেডিক্যাল ক্যাম্পে ২ শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত