রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল

রামপাল প্রতিনিধি

আপডেট : ১০:২২ পিএম, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ | ৩৩৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা জনসভায় রূপ নিয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪ টায় বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পক্ষে উপজেলা আওয়ামী লীগের বৃহৎ অংশ দলীয় প্রচারে অংশ নেওয়ায় মূলত আওয়ামী লীগের সমর্থকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। বৃহৎ অংশ স্বতন্ত্র প্রার্থীর সাথে থাকায় অস্বস্তিতে পড়েছে ক্ষমতাশীন দলের প্রার্থী। শেষমেশ ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে বলে এমন আভাস মিলেছে।
বাশঁতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট সেচ্চাসেবক লীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, অধ্যাপক সওকত আলী হাওলাদার, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন, চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, চেয়ারম্যান রাজিব সর্দার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, বাইনতলা ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার মুজিবর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত