চিতলমারীতে ক্লিনিক সিলগালা-অর্থদন্ড ও দুটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১০:৫৯ পিএম, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ | ২৭৫

বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক সিলগালা ও হালদার ডায়াগনষ্টিক সেন্টার এবং বারিশ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে স্বাস্থ্য বিভাগ এ সিলগালা ও বন্ধ ঘোষণা করেন। এ সময় হাবিবা ক্লিনিক কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী এ অর্থদন্ডাদেশ দেন। মঙ্গলবার বিকেলে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন। মোঃ মামুন হাসান আরও জানান, হাবিবা ক্লিনিকের লাইসেন্স ও নিবন্ধন না থাকায় জেলা সিভিল সার্জন চিঠি দিয়ে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

তারা সেই নির্দেশকে উপেক্ষা করে প্রতিষ্ঠান চালাচ্ছিল। অপরদিকে হালদার ডায়াগনষ্টিক সেন্টার ও বারিশ ডায়াগনষ্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত