কবিতা

সুখ নামের পাখি

মীর আরজু পায়েল

আপডেট : ০৩:১৫ পিএম, সোমবার, ৪ মার্চ ২০২৪ | ৭০১

মীর আরজু পায়েল

এমন ভাগ্য নিয়ে জন্মেছি আমি এই পৃথিবীতে, একটু অশ্রু ফেলার মানুষ নেই আমার মৃত্যুতে।

দুঃখ ছাড়া আর কিছুই পেলাম না এ জীবনে, আমায় শুধু পর ভাবলো সবাই এ ভুবনে।

জন্মের পর হারিয়েছি আমি অতি আপন জন, পৃথিবীতে আজ একা আমি একাই আমার জীবন।

আমার এ নিঃসঙ্গ জীবনে নেই কোন বন্ধন, দুঃখের মাঝে পরে আছি হলাম না কারো আপন।

আমি যাদের আপন ভাবি তাঁরা ভাবে পর, আজো আমি পেলামনা কারো একটু সোহাগ আদর ।

জন্ম থেকে এই জীবনে শুধুই এলো ঝড়, জানিনা কবে শেষ হবে আমার দুঃখের প্রহর।

দুঃখের মাঝে জন্ম আমার দুঃখ আমার সাথী, পরে আছি অন্ধকারে দেখিনি সুখের বাতি।

একটু সুখের জন্য আমি কতো স্বপ্ন দেখি, আজও আমায় ধরা দিলনা সুখ নামের সেই পাখি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত