রামপাল সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৩:৪২ পিএম, সোমবার, ৪ মার্চ ২০২৪ | ১৭২

রামপালে সুন্দরবন মহিলা কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এর পূর্বে তিনি তার বক্তৃতায় বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। এতে শরীর ও মন উজ্জীবিত হয়। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে।
সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক শেখ হারুনর রশীদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক, রামপাল রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস, এম আবজাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, শেখ আবু নাইম, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত