শরনখোলায় জমি নিয়ে হামলায় মা -ছেলে আহত

আলী আকবর টুটুল

আপডেট : ০৬:০২ পিএম, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ৫১৫

বাগেরহাটের শরনখোলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভুমিদস্যুদের হামলায় মা-ছেলে আহত হয়েছে। তাদেরকে প্রথমে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৃত সোমেদ মুন্সির স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও তার ছেলে মিজান মুন্সি (২৪)।

আহতরা বলেন, শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামের চরের বসতবাড়ির পাশে খাস সম্পত্তি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়ার জন্য আবেদন করা হয়। বুধবার রাতে ওই সম্পত্তি দখল করতে আসে একই এলাকার ভুমিদস্যু মোশারেফ, জাকির ও সেলিম মল্লিক। এসময় বাধাঁ দিলে তারা লোকজন নিয়ে তাদের কুপিয়ে আহত করে। আহত রোকেয়া বেগমের হাত, পা ও মাথায় একাধিক কোপের চিহৃ রয়েছে। এঘটনায় শরখোলায় থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে আহতরা জানান।


শরনখোলায় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কবিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, হামলার খবর শুনেছি। অভিযোগ পেলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত