মোল্লাহাটে জাতীয় শোক দিবস পালিত

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট

আপডেট : ০৬:০৩ পিএম, বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | ৯৪৪

মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-২০১৮ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরের মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে এক শোক র‌্যালী মোল্লাহাট বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, বাগেরহাট জেলা আওয়ামীলীগ নেতা মোঃ মোতাহের হোসেন মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রেজওয়ান চৌধূরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস মোস্তাফিজুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থী প্রমূখ।

উপজেলা আওয়ামীলীগ


মোল্লাহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালনে উপজেলার সকল ইউনিয়ন আওয়মীলীগের প্রতি ইউনিয়ন এলাকায়/পরিষদ চত্বরে দোয়া ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।


উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল আলম ছানার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সকল ইউনিয়ন এলাকার অনুষ্ঠান পরিদর্শন করে।


প্রেসক্লাব মোল্লাহাট


প্রেসকাব মোল্লাহাটের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শোক র‌্যালী করা হয়। প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের পরিচালনায় এতে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ মোতাহের হোসেন মোল্লা, জেলা পরিষদ সদস্য মোঃ মুনজুর মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জিকরুল আলম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাস, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম, সাংবাদিক মোঃ তকিবুল ইসলাম, মোঃ গিয়াস মিয়া, মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী শিকদার, শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমান নান্টু মিয়া, শিক্ষক মোঃ বদিউজ্জামান মিয়া, মোঃ আলমগীর লস্কর, মোঃ ফারুক হোসেন, মোঃ মফিজ খান, মোঃ নাসির, আওয়ামীলীগ নেতা মোঃ কুদ্দুস শিকদার প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত