ভৈরব নদীর ভেড়িবাধ ভেঙ্গে

বাগেরহাটের ৬টি গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দি

আলী আকবর টুটুল

আপডেট : ০৫:১২ পিএম, বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | ৭৬৪

বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভৈরব নদীর ভেড়িবাধ ভেঙ্গে ৬টি গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে দুই শতাধিক মৎস্যঘের। কয়েক হেক্টর সবজি ক্ষেত পানিতে ডুবে আছে। আর্থিক তির মুখে পড়েছে এলাকাবাসী।


মঙ্গলবার রাতে জোয়ারের পানির চাপে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা, রহিমাবাদ,কোড়ামাড়া, কুকোড়ামাড়া, ডিংশাইপাড়া এবং পোলঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩৪/১ পোল্ডারের ভৈরব নদের ভেড়িবাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকে পড়ে। ওই সব গ্রামের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটে হাঠুপানি জমে আছে। গ্রামের সহশ্রাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।


মাঝিডাঙ্গা গ্রামের গৃহিনী রজিনা বেগম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে শো শো শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গার কিচু নের মধ্যে দেখি খাটের নিচে পানি। পড়ে রান্না ঘরসহ বাড়ি সব জায়গায় পানি উঠে যায়। এখন ভেঙ্গে যাওয়া ভেড়িবাধটি সংস্কার না হলে আমাদের আর বসবাসের অবস্থা থাকবে না।


শিার্থী জান্নাতুল ফেরদাউস অন্তরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন গতকাল রাতে বেড়িবাধ ভেঙ্গে পানি ঢুকে এলাকার শিা প্রতিষ্ঠান গুলোও তলিয়ে গেছে। মাঝিডাঙ্গা বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভা হওয়ার কথা থাকলেও পানির জন্য তা পন্ড হয়ে গেছে।

রিহিমা বেগম, আদর শেখসহ ক্ষতিগ্রস্থ এলাকাবাসি বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ভেড়িবাধ ভেঙ্গে পানিতে আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। রান্না-বান্না খাওয়া দাওয়া বন্ধ রয়েছে। ঘের-পুকুরের মাছ ভেসে গেছে। সকালে এলাকাবাসী মিলে ভেঙ্গে যাওয়া বাধটি স্বেচ্ছাশ্রমে নির্মানের চেষ্টা করা হলেও পানির চাপে করতে পারছি না। এ অবস্থায় সরকার দ্রুত ব্যবস্থা না নিলে এলাকা ছেড়ে যেতে হবে আমাদের।

এবিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, দুপুরে সরেজমিনে আমি গিয়েছিলাম। বৃহস্পতিবার সকালে ভাঙ্গন কবলিত এলাকায় মেরামতের কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত