মোড়েলগঞ্জে মাতৃত্বকালিন ভাতা প্রদানে উপচে পড়া ভীড়

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ

আপডেট : ০৩:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ১০২৭

মোড়েলগঞ্জে দরিদ্র মায়েদের মাতৃত্বকালিন ভাতা প্রদান অনুষ্ঠানে সুবিধাভোগী দরিদ্র মা পাতাবাড়িয়া গ্রামের পারভিন বেগম(২৬),জান্নাতুল ফেরদৌস(২৩), দোনা গ্রামের রুমী আক্তার(২৪),গুয়াবাড়িয়া গ্রামের লিজা আক্তার(২০), কালিকাবাড়ি গ্রামের রেশমা বেগম(২৫) বলেন, নতুন প্রজন্মের সন্তানদের কথা একমাত্রই ভাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।


বৃহ¯পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে ভাতা নিতে আশা হোগলাবুনিয়া, বলইবুনিয়া ইউনিয়নের দরিদ্র মায়েরা এসব কথাগুলো সংবাদকর্মীদের সামনে বলেন। তারা আরো বলেন, দেশের উন্নয়নের কথা, আমাদের দরিদ্র মায়েদের কথা ভেবেই এ উদ্যোগ নিয়েছেন বর্তমান এ গরিব বান্ধব সরকার। এ ভাতা বিতরণ কালে সকাল থেকেই উপজেলা চত্ত্বরে ছিলো উপচে পড়া ভীর।


মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, এ বছর উপজেলার ১৬টি ইউনিয়নে ২১শ১২জন দরিদ্র মায়েরা এ ভাতা প্রতিমাসে ৫শ টাকা করে বছরে মোট ৬ হাজার টাকা এককালিন পাচ্ছেন। ৯ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টম্বর পর্যন্ত প্রতিদিন ২টি ইউনিয়নের ২৬৪ জন ভাতা সুবিধাভোগীকে নগদ অর্থ প্রদান করা হচ্ছে।


এ ছাড়াও তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সরকার সারাদেশে দরিদ্র মায়ের জন্য এ মাতৃত্বকাল ভাতা বিতরণ করে আসছেন।


ভাতা বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মোড়েলগঞ্জ শাখার সিনিয়র অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মো. আকরামুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ইউপি সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত