বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে পর্যটন দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:২৪ পিএম, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | ৭৪২

“পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি মোটর শোভাযাত্রা বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

দুই শতাধিক মটর সাইকেল ও বিভিন্ন ধরণের শতাধিক যানবাহনের সমন্বয়ে এ শোভাযাত্রা হয়।

পরে ষাটগম্বুজ মসজিদের পশ্চিমপাশে ঘোড়া দিঘীর পারে পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত