শরণখোলায় দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৩:৩৮ পিএম, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮ | ২৪৬৮

বাগেরহাটের ডিবি পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শরণখোলা থেকে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের নাশকতার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


গ্রেপ্তাকৃতরা হলেন, শরণখোলা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সরোয়ার হোসাইন বাদল এবং খোন্তাকাটা মদিনাতুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর আমতলী ওয়ার্ড জামায়াত নেতা আলী আহম্মাদ গাজী।


জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. হুমায়ুন কবির বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, জামায়াতের সেক্রেটারী সরোয়ার হোসেন বাদলের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে এবং আলী আহম্মাদ গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। নাশকতার প্রমান পেলে আলী আহম্মাদকে ও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার সরকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, জামায়াতের সেক্রেটারী সরোয়ার হোসেনের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত