যদি কেউ পরিচয় জানেন যোগাযোগ করুন বাগেরহাট মডেল থানা অথবা নিরাপদ আবাসন কেন্দ্রে

বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন নারী আবাসন কেন্দ্রে

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:০০ পিএম, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭ | ৫৬২

মানসিক ভারসাম্যহীন এক নারী

বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে নিরাপদ আবাসন কেন্দ্রে (হেফাজত খানায়) পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট মডেল থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ে ভারসাম্যহীন ওই নারীকে (৪৫) বাগেরহাট আদালতে প্রেরন করে। পরে আদালত তাকে বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্রে(নিরাপদ হেফাজত খানা) পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, সোমবার বিকালে বাগেরহাট সদর উপজেলার সুনগর গ্রামের ওই নারীকে দেখতে পেয়ে গ্রামবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট মডেল থানায় নিয়ে আসে। পরে ওই নারী নিজের নাম পরিচয় বলতে পারেনি। জানাগেছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। ওসি আরও বলেন, যদি কেউ তার (ওই নারীর) পরিচয় জানতে পারে তাহলে বাগেরহাট মডেল থানায় অথবা নিরাপদ আবাসন কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত