বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

চিতলমারীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

চিতলমারী সংবাদদাতা

আপডেট : ০৫:১২ পিএম, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭ | ৫৫৫

চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল করেছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ আনন্দ মিছিল হয়। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিলটি স্থানীয় দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয়।

এ সময় পথ সভায় বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সুখময় ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও উপাধ্যক্ষ কাওছার আলী তালুকদার, য্গ্মু সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, সদর ইউনিয়ন সভাপতি শেখ মুজিবুর রহমান, শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত