মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৫:৫৮ পিএম, রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | ৪৬৩

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” শ্লোগানকে সামনে রেখে মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ উপলে র‌্যালী ও সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ঘর্নিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)’র উদ্যোগে এ র‌্যালী ও আলোচনাসভার আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নানের সভাপতিত্বে রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংরা উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, উপজেলা টিম লিডার মাহমুদ হাসান, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা, মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা ও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সবাইকে সচেতন ও কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত