মুক্তিপণের দাবিতে

সুন্দরবনে ২০ জেলে অপহরণ

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ১২:৩৯ এএম, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭ | ৮৮৩

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে জেলে অপহরণের খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর রাতে বনদস্যু সুমন ও ছোট্ট বাহিনী শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য স্টেশনের ছাপড়াখালী ও চাঁদপাই রেঞ্জের কলামুলা এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদিন সন্ধ্যায় বনবিভাগ, জেলে ও মহাজনরা এ তথ্য নিশ্চিত করেছে।

অপহৃতদের মধ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সরোয়ার আকন (৩০), ছগির খান (৩৪), ও মানিক হাওলাদার (৩২) নামের তিন জেলের নাম জানা গেছে। এসব জেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা করে দাবি করেছে বনদস্যুরা। অপহৃত অন্য জেলেদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ থেকে পৃথক দুটি বাহিনী ২০জেলেকে অপহরণ করেছে বলে শুনেছি। এব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

মংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, অপহৃত জেলেদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত