বাগেরহাটে প্রথম ধাপে স্মার্ট

জাতীয় পরিচয়পত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:৪১ এএম, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭ | ১৪২৯

বাগেরহাটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকাত আলী বাদশা।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক, প্রেসকাবের সভাপতি সাংবাদিক আহাদ হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আহমেদ, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাকী তালুকদার প্রমূখ।


প্রথম দিনে বাগেরহাট সদরের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবীসহ দশ বিশিষ্ঠ নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হয়।

বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলায় আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করবে নির্বাচন কমিশন।

প্রথম পর্যায়ে বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩২ হাজার নাগরিক এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত