র‌্যাফেল ড্রয়ে আকর্ষনীয় পুরস্কারের লোভ সামলাতে

দিনে দুই ইট

চুলকাঠি সংবাদদাতা

আপডেট : ০৯:৩৬ পিএম, রোববার, ৩ ডিসেম্বর ২০১৭ | ২৫২৪

র‌্যাফেল ড্রয়ে আকর্ষনীয় পুরস্কারের লোভ সামলাতে না পেরে প্রতিদিন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকার সব শ্রেণির মানুষ হাজার হাজার টাকা লটারী ক্রয় করছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কেউ কেউ ঝোকে পড়ে কিনছে।

কিন্তু বাজারের জ্বালানী তেল বিক্রেতা ডালিম শেখ আকর্ষনীয় পুরস্কারের লোভ সামাল দিচ্ছে দিনে দুই খানা ইট কিনে। তার সাথে কথা হলে সে জানান, তার সামনে দিয়ে যখন শত শত লোক লটারী কিনছে তখন সে নিজেকে সামাল দিতে লটারীর দামে ২০ টাকা দিয়ে ২ খানা ইট কিনে লোভ সামাল দিচ্ছে। একশত ইট ক্রয় হলে সে এক ভ্যানে বাড়ী নিবে বলে জানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত